Birbhum

Mar 14 2023, 14:51

পুলিশের পদক্ষেপে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী প্রবেশ করে পরীক্ষা কেন্দ্রে


বীরভূম:- উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে এসে পরীক্ষার্থী হতাশ,স্কুলের গেটে ঢুকতে গিয়ে দেখে এ্যাডমিট কার্ডটি ব্যাগের মধ্যে নেই। বাড়িতে ভূলবশত রয়ে গেছে।এনিয়ে ছাত্রটি দুশ্চিন্তার কবলে পড়ে।ডিউটিরত কাঁকরতলা থানার পুলিশের কাছে খবর পৌঁছতেই তড়িঘড়ি স্থানীয় থানার এএসআই আত্মারাম ঘোষ এ্যাডমিট না আনা ছাত্রটিকে মোটরবাইকে চড়িয়ে তার ঢলকুমড়ো বাড়িতে গিয়ে এ্যাডমিট সহ ছাত্রটিকে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন।

যানা যায় ছাত্রটি স্থানীয় থানা এলাকার বাবুইজোড় হাইস্কুলের ছাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য তার বড়রা হাইস্কুলে সেন্টার পড়ে।পরীক্ষার্থীর নাম রাজেশ হাঁসদা। ছাত্রজীবনে দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক। একটু বিলম্বিত হয়ে গেলে হয়তো আজকে তার আর পরীক্ষা দেওয়া হতো না।

কিন্তু ঠিক সেই মুহুর্তে কাঁকরতলা থানার পুলিশ সঠিক পদক্ষেপ গ্রহণ করে নেওয়ায় পরীক্ষার্থীর আর কোন দিকে অসুবিধার সম্মুখীন হতে হয়নি।কাঁকরতলা থানার পুলিশের এহেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য স্থানীয় অভিভাবক সহ এলাকাবাসী পুলিশকে সাধুবাদ জানান।

Birbhum

Mar 14 2023, 11:44

বিধায়ক অনুপ কুমার সাহার উদ্যোগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জল ও কলম বিতরণ,নাকড়াকোন্দা উচ্চ বিদ্যালয়ে


বীরভূম:- আজ মঙ্গলবার থেকে ২০২৩ বর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু।খয়রাসোল ব্লকের নাকড়াকোন্দা উচ্চ বিদ্যালয়ে দুরদুরান্ত থেকে আগত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে জল ও কলম বিতরণ করা হয় দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহার উদ্যোগে।

এদিন জলের বোতল ও কলম বিতরণ স্থলে উপস্থিত ছিলেন বিজেপির জেলা যুব মোর্চার সহ সভাপতি নৃপেন্দ্রনাথ সৌ,দুবরাজপুর বিধানসভা কেন্দ্র শিক্ষাসেল এর কনভেনর বুদ্ধদেব চক্রবর্তী, ব্লক কো কনভেনার প্রদীপ রুই দাস, জেলা পরিষদ দুই এর সভাপতি রথিলাল সিংহ,যুব মোর্চার সভাপতি হেমন্ত ভান্ডারী সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য কর্মীবৃন্দ।

Birbhum

Mar 13 2023, 19:21

১০ দফা দাবিতে ভারতীয় জনতা কিষান মোর্চার ডেপুটেশন,খয়রাশোল কৃষি আধিকারিকের কাছে


বীরভূম:খয়রাশোল ব্লকের কৃষকরা বিভিন্ন ধরনের সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এবং ব্যাপক ক্ষতিগ্রস্ত।আগামীদিনে যাতে কৃষকরা সমস্ত রকমের কৃষি সংক্রান্ত সুযোগ-সুবিধা পায় তার জন্য খয়রাসোল ব্লক সহ কৃষি অধিকর্তার দৃষ্টি আকর্ষণ করতে ভারতীয় জনতা কিষান মোর্চার পক্ষ থেকে ১০ দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন প্রদান করা হয় সোমবার।এদিন খয়রাসোল গোষ্ঠ ডাঙাল মাঠ থেকে বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে মিছিল সহযোগে খয়রাশোল ব্লক সহ কৃষি অধিকর্তার দপ্তরের সামনে জমায়েত হয়।

সেখানে বিভিন্ন দাবি গুলি বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন সংগঠনের নেতৃবৃন্দ।এদিন দাবি সমূহের মধ্যে ছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এবং কৃষক বন্ধুর সুযোগ থেকে কেউ যেন বঞ্চিত না হয়। শস্য সংরক্ষণের জন্য কোল্ড স্টোর নির্মাণ।কৃষি যন্ত্রপাতি ভর্তুকিতে ক্রয়ের ব্যবস্থা গ্রহণ। নদী থেকে বালি উত্তোলনের ফলে কৃষি জমি নদী গর্ভে বিলীন হচ্ছে তার ব্যবস্থা গ্রহণ। কয়লা ডাস্ট এর ফলে কৃষি জমি নষ্ট হচ্ছে তার ব্যবস্থা গ্রহণ সহ মোট ১০ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয় খয়রাসোল ব্লক সহ কৃষি অধিকর্তার কাছে।ডেপুটেশন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রাজ্য কৃষান মোর্চার সভাপতি মহাদেব সরকার এবং সাধারন সম্পাদক অরূপ পূলক চৌধুরী, কৃষান মোর্চার জেলা সভাপতি বাবন ঘোষ,বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা, জেলা সাধারণ সম্পাদক টুটুন নন্দী,শ্যাম সুন্দর গড়াই,সাধারণ সম্পাদিকা রিতা ঘোষ, বিধানসভার কনভেনার সুকমার নন্দী, ব্লক কনভেনর মন্তিরাম ঘোষ, কো কনভেনর প্রদীপ রুই দাস প্রমুখ নেতৃত্ব।

Birbhum

Mar 13 2023, 17:47

পঞ্চায়েতের সাথে স্বেচ্ছাসেবী সংস্থার সমন্বয় সাধনের আলোচনা সভা, লোকপুরে


বীরভূম:- ডেভেলপমেন্ট রিসার্চ কমিউনিকেশন এন্ড সার্ভিসেস সেন্টার নামক স্বেচ্ছাসেবী সংস্থার ব্যবস্থাপনায় নেটজ বাংলাদেশ ও বি এম জেড এর অর্থ সাহায্যে মর্যাদা প্রকল্পে বীরভূম জেলার খয়রাসোল ব্লকের লোকপুর পঞ্চায়েতের তিনটি গ্রামে অতিদরিদ্র পরিবারের সদস্যদের নিয়ে কাজ চলছে। দারিদ্র্য দূরীকরণে বিভিন্ন ধরনের কর্মসূচির পদক্ষেপ গ্রহণ করে কাজ চলছে।

সেইসমস্ত গ্রামের উপকার ভোগী এবং গ্রাম পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য স্টাফদের নিয়ে সমন্বয় সাধনের লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় সোমবার লোকপুর পঞ্চায়েতের সভাকক্ষে। উক্ত স্বেচ্ছাসেবী সংগঠনের মহম্মদবাজার ইউনিট ম্যানেজার রীতা ভান্ডারী স্লাইডশোর মাধ্যমে সংগঠনের পরিচিত সহ দারিদ্র্য দূরীকরণে বিভিন্ন পদক্ষেপের বা কর্মসূচির ছবি তুলে ধরেন উপস্থিত সকলের সামনে।

পাশাপাশি পঞ্চায়েতের পক্ষ থেকে ও উন্নয়নের লক্ষ্যে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন। উপস্থিত ছিলেন লোকপুর পঞ্চায়েতের প্রধান টুকুরানী মন্ডল, পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার সুজিত পাল সহ অন্যান্য সহকর্মীবৃন্দ। একান্ত সাক্ষাৎকারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন সংগঠনের রাজনগর প্রকল্পের ইউনিট ম্যানেজার কাকন রুজ।

Birbhum

Mar 11 2023, 17:01

দুবরাজপুর বিধানসভা বিধায়ক কাপ ২০২৩ ক্রিকেট টুর্নামেন্টের চুড়ান্ত পর্যায়ের খেলা, উপস্থিত বিধায়ক
বীরভূম:- প্রাত্যহিক খেলা,শরীর চর্চার মাধ্যমে যেমন শরীর গঠন হয়,তেমনি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে,মন মানসিকতা ভালো থাকে এবং অন্যের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। জাতীয়তাবাদী ছাত্র যুব মঞ্চের পরিচালনায় এবং বৈদিক চেতনা ফাউন্ডেশনের উপস্থাপনায় গত ২৬ শে ফেব্রুয়ারি দুবরাজপুর শহর এলাকার মধ্যে দুবরাজপুর বিধানসভা বিধায়ক কাপ -২০২৩, ক্রিকেট টুর্নামেন্টের শুভসূচনা হয়।

পরবর্তীতে খয়রাসোল ব্লকের কেন্দ্রগড়িয়া পঞ্চায়েতের মামুদপুর মাঠে অনুষ্ঠিত হয় দ্বিতীয় দিনের খেলা। তৃতীয় পর্যায়ে সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় শনিবার।চুড়ান্ত পর্যায়ের খেলায় খয়রাসোল ব্লকের পাঁচড়া ও খয়রাসোল ক্রিকেট দল মুখোমুখি হয়।চুড়ান্ত পর্যায়ের ফলাফলে জানা যায় খয়রাসোল ক্রিকেট দল বিজয়ী এবং পাঁচড়া ক্রিকেট দল বিজিত হয়। এদিন পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিজয়ী দলকে দশ হাজার টাকা ও ট্রফি এবং বিজিত দলকে সাত হাজার টাকা ও ট্রফি প্রদান করা হয়। এছাড়াও ম্যান অফ দি ম্যাচ, ম্যান অফ দি সিরিজকে পুরস্কৃত করা হয় আয়োজকদের পক্ষ থেকে।

চুড়ান্ত পর্যায়ের খেলায় উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা,পাঁচড়া গীতা ভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দজী মহারাজ,বিশিষ্টসমাজসেবী টুটুন নন্দী,গনেশ ঘোষ,রথিলাল সিংহ। এছাড়াও দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের জাতীয়তাবাদী ছাত্র যুব মঞ্চের কনভেনার নৃপেন্দ্রনাথ সৌ এবং সদস্য রামকৃষ্ণ সুত্রধর,নিলু মন্ডল,ভাস্কর মন্ডল সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ক্রিকেট প্রেমী মানুষজন।একান্ত সাক্ষাৎকারে বিধায়ক কাপ ২০২৩ সম্পর্কে বিস্তারিত জানান দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা।

Birbhum

Mar 10 2023, 19:36

বকেয়া মহার্ঘ ভাতা সহ বিভিন্ন দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের ধর্মঘট

বীরভূম:- রাজ্য সরকারের কোষাগার থেকে বেতনপ্রাপ্ত কর্মচারী, শিক্ষক, শিক্ষা কর্মীদের যুক্ত মঞ্চের ডাকে তাদের বেশ কিছু দাবির পরিপ্রেক্ষিতে ১০ মার্চ রাজ্যব্যাপী ধর্মঘটে ডাক দেওয়া হয়। রাজ্য সরকার ধর্মঘটের বিরোধিতায় বিজ্ঞপ্তি জারি করলেও সেই জারিকে উপেক্ষা করে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি বীরভূম জেলার সিউড়ি, রামপুরহাট,বোলপুর তিনটি মহকুমা এলাকায় ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ মিছিল পথ সভার চিত্র ধরা পড়ে।

যুক্ত মঞ্চের দাবি সমূহের মধ্যে ছিল বকেয়া মহার্ঘ ভাতা প্রদান,স্বচ্ছ পদ্ধতিতে সমস্ত শূন্য পদে নিয়োগ, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ, ধর্মীয় বিভাজনের বিরুদ্ধে,গণতন্ত্রের পুনঃ প্রতিষ্ঠা সহ অন্যান্য দাবিতেই আজকের ধর্মঘট বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানা যায়। এদিন জেলা সদর সিউড়িতে জেলাশাসকের দপ্তরের গেটের সামনে বিভিন্ন বিভাগের কর্মচারীরা জমায়েত হতে থাকেন এবং শ্লোগানের মাধ্যমে তাদের দাবিগুলো তুলে ধরেন ও ধর্মঘটে সামিল হতে আহ্বান জানান।

এরপর বিভিন্ন ধরনের শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে সুসজ্জিত মিছিল সমগ্র সিউড়ি শহর এলাকা পরিক্রমা করে। ধর্মঘট ঘিরে কোথাও যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই প্রেক্ষিতে জেলা পুলিশ ছিল সদা সতর্ক এবং বিভিন্ন স্থানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। বোলপুর ও রামপুরহাট মহকুমা এলাকায়ও অনুরূপ বিক্ষোভ মিছিল বের হয় যৌথ মঞ্চের পক্ষ থেকে। ধর্মঘটের সমর্থনে এদিন রামপুরহাট শহরে এস ইউ সি আই কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

Birbhum

Mar 09 2023, 19:57

বিজেপি সংখ্যালঘু মোর্চার সাংগঠনিক সভা,দুবরাজপুরে


বীরভূম:- আসন্ন পঞ্চায়েত ভোট কে সামনে রেখে রাজনৈতিক দল গুলি তাদের রণকৌশল স্থীর করতে চলছে সাংগঠনিক সভা। সেইরূপ বৃহস্পতিবার দুবরাজপুর বিধানসভা এলাকার বিজেপি সংখ্যালঘু মোর্চার সদস্যদের নিয়ে একটা সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় বিজেপির দুবরাজপুর কার্যালয়ে।

বৈঠক  সংখ্যালঘু মোর্চার পক্ষ  থেকে উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি লতিব খাঁন ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন খাঁন এবং খয়রাশোল মন্ডলের সংখ্যালঘু সভাপতি শহিদ খাঁন এবং বিজেপির জেলা সাধারণ সম্পাদক টুটুন নন্দী প্রমুখ নেতৃত্ব ও দলীয় কর্মীবৃন্দ।

কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিভিন্ন প্রকল্পের কথা জনসমক্ষে তুলে ধরা এবং সংখ্যালঘু মোর্চার পক্ষ থেকে বুথ স্তরে সাংগঠনিক সভা সহ পথসভা ইত্যাদি সাংগঠনিক বিষয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্রে খবর।

Birbhum

Mar 09 2023, 18:51

নারী দিবসকে সামনে রেখে বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে আইনি সচেতনতা শিবির সিউড়িতে


বীরভূম:- গতকাল অর্থাৎ ৮ই মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস। সেই দিনটাকে সামনে রেখে আজ বৃহস্পতিবার সিউড়ি এক নম্বর ব্লকের ইটাগড়িয়া হাজী মুমতাজ হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের নিয়ে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়,বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে।

আলোচ্য বিষয় হিসেবে- নারী দিবস উপলক্ষে বার্তা এবং শিশু ও মহিলাদের কি কি আইনি সাহায্য পাওয়া যেতে পারে সে সম্পর্কে ধারণা দেওয়া হয়।শিবিরে উপস্থিত ছিলেন ডিএল এস এ র সচিব ও জজ মহম্মদ রুকনুউদ্দিন, পার্শ্ব আইনী সহায়ক মহম্মদ রফিক, ইটাগড়িয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ একরামুল হক

সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগন।

Birbhum

Mar 08 2023, 19:32

আন্তর্জাতিক নারী দিবস পালন রাজনগরে


বীরভূম:- আজ ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস।বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা স্থানে দিনটি যথাযথ ভাবে পালন করা হয় নানান অনুষ্ঠানের মাধ্যমে।অনুরূপ রাজনগর পঞ্চায়েতের ডিহিপাড়ায় ডিআরসিএসসি নামক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে দিনটি পালন করে।বিভিন্ন ধরনের শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে দলের মহিলারা স্থানীয় এলাকার গ্রাম পরিক্রমা করে এবং আলোচনা সভায় অংশগ্রহণ করে।আলোচনা সভায় উঠে আসে পরিবারের মেয়ে ও ছেলে উভয় সন্তানের শিক্ষা ও অন্যান্য প্রয়োজনের প্রতি সমান মনোযোগী হওয়া।

জলবায়ু সচেতনতা বৃদ্ধি। নারীর প্রতি আচরণে শ্রদ্ধাশীল ন্যায় পরায়ন ও যত্নশীল হওয়া। পরিবারের মেয়ে ও ছেলে উভয় সন্তানকে সমান সুযোগ দেওয়া ।১৮ বছরের আগে মেয়ে সন্তান ও একুশ বছরের আগে ছেলে সন্তানকে বিয়ে না দেওয়া। নারী ও কন্যা শিশু যেকোনো নির্যাতন বন্ধে সোচ্চার ভূমিকা পালন করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান লতিকা মুর্মূ, স্থানীয় অঙ্গনওয়াড়ি কর্মী, সার্ভিস সেন্টারের ফিল্ড ফেসিলেটর গৌরাঙ্গ দাস প্রমুখ।

Birbhum

Mar 08 2023, 19:06

স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন মহম্মদ বাজারে


বীরভূম:- "পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর"- কবি কাজী নজরুল ইসলামের চোখে নারী এভাবে ধরা পড়েছে।আজ ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সেই দিনটিকে স্মরণে রেখে বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। অনুরূপ ডিআরসিএসসির উদ্যোগে বীরভূম জেলার মহম্মদ বাজার ইউনিট ও ভুতুরা পঞ্চায়েতের যৌথ ব্যবস্থাপনায় গ্রাম পঞ্চায়েত সংলগ্ন স্থানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা শিবিরের আয়োজন করা হয়।ইতিপূর্বে বিভিন্ন ধরনের শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার সহযোগে শেওড়াকুড়ি বাসষ্ট্যান্ড এলাকায় পদযাত্রা বের করা হয়।

আলোচনা সভায় উপস্থিত অতিথিগণ আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে বিস্তারিত ব্যাখ্যা করেন।শ্রম আন্দোলন থেকে শুরু হয়ে নারী দিবস।১৯০৮ সালে ১৫ হাজার নারী কর্ম ঘন্টা কমানো, মজুরি বাড়ানো ও ভোটাধিকারের দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ করে।পরের বছর আমেরিকার সোসালিস্ট পার্টি প্রথম জাতীয় নারী দিবস ঘোষণা করে। সেই সমস্ত ইতিহাস গুলো তুলে ধরেন।এছাড়াও আদিবাসী নৃত্য গান পরিবেশিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভুতুড়া গ্রাম পঞ্চায়েতে প্রধান দিদিমণি মারান্ডি, পঞ্চায়েত সেক্রেটারি কালিপ্রসাদ ব্যানার্জি, পঞ্চায়েত সহায়ক সুপ্রকাশ চট্টোপাধ্যায় সার্ভিস সেন্টারের মহম্মদ বাজার ইউনিট ম্যানেজার রীতা ভান্ডারী প্রমুখ।